খেলা
»
দাইপুকুরিয়ায় ভলিবল টুর্নামেন্ট
দাইপুকুরিয়ায় ভলিবল টুর্নামেন্ট
শিবগঞ্জ উপজেলা দাইপুকুরিয়া ইউনিয়নের রাইজিং ক্লাব আয়োজিত আড়গাড়া গরু হাট মাঠে অনুষ্ঠিত ভলিবল টুর্নামেন্ট- ২০১৬ এর বৃহষ্পতিবারের খেলায় জয় পেয়েছে একবরপুর ইয়ং ক্লাব। তারা ১১০-৯৭ পয়েন্টে ভোলাহাট পাবলিক ক্লাব কে পরাজিত করে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/ ০৩-০৩-১৬