ইসলামিক ফাউন্ডেশনের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার হিসেবে কোরআন শরীফ বিতরণ, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে ইসলমিক ফাউন্ডেশনের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। এই উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের চাঁপাইনবাবগঞ্জ কার্যালয় মিলনায়তনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ জাহিদুল ইসলাম। বক্তব্য রাখেন, সাংবাদিক আনোয়ার হক, ফাউন্ডেশনের চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক আবুল কালাম। শেষে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের কোর্স সম্পন্নকারী শ্রেষ্ঠ শিক্ষার্থীদের হাতে পুরস্কার হিসেবে কোরআন শরীফ তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মহাডাঙ্গা জামে মসজিদের ইমাম ও শিক্ষক মাওলানা ময়জুদ্দিন। জেলার ৪৫টি ইউনিয়নে ইসলমিক ফাউন্ডেশনের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে এবং শিক্ষার্থীদের মাঝে ২ হাজার ৫’শ কোরআন শরীফ বিতরণ করা হয়েছে। শিক্ষার্থীদের মাঝে আরও ২ হাজার ৫’শ কোরআন শরীফ বিতরণ করা হবে। মোট ৫ হাজার কোরআন শরীফ বিতরণ করা হচ্ছে বলে জানিয়েছেন ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ আবুল কালাম।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২২-০৩-১৬
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২২-০৩-১৬