প্রতিপক্ষের হামলায় কৃষক হত্যাকারীর বিচারের দাবী শিবগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ১৫ রশিয়ায় রবিবার জমিতে সেচ দেয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের
হামলায় করিম নামক এক কৃষক নিহতের ঘটনায় হত্যাকারীদের ফাঁসির দাবীতে এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
করেছে।
রবিবার সকালে শিবগঞ্জ সরকারী মডেল হাই স্কুলের সামনে ঘন্টাব্যাপি চলা মানব বন্ধনে স্থানীয় এলাকাবাসীর উদ্দ্যোগে
কৃষক করিমকে হত্যার প্রতিবাদে হত্যাকারীর বিচার চেয়ে  বক্তব্য রাখেন আওয়ামীলীগের উপজেলা সাংগাঠনিক সম্পাদক
আঃ মামুন ,দুর্লভপুর ইউনিয়ন ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক নজরুল ইসলাম, ছাত্রলীগ নেতা মোতাল্লেব হোসেন প্রমুখ  মানববন্ধন শেষে এলাকাবাসী  বিক্ষোভ মিছিল ও শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ইরতিজা আহসানকে স্বারকলিপি প্রদান করেন।
উল্লেখ্য রবিবার ১৫ রশিয়া এলাকায় নিহত করিমের জমিতে  জোরপূবক শ্যালোমেশিন চালিত একটি সেচযন্ত্র একই এলাকার একরামুল ও তার লোকজন জোড়পূবর্ক বসানোর চেষ্টাকালে এক  পর্যায়ে একরামুলের লোকজন রিমের মাথায় কোদালের ব্যাট  দিয়ে আঘাত করলে করিম মারা যায়। এ ঘটনায় মামলা দায়ের ও ঘটনায় জড়িত থাকার দায়ে ২ জনকে  আটক পুলিশ।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক,শিবগঞ্জ/ ২৭-০৩-১৬

,