শিবগঞ্জে প্রতিপক্ষের হামলায় এক কৃষক নিহত
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দুর্লোভপুর ইউনিয়নের পনের রশিয়া এলাকায় প্রতিপক্ষের হামলায় রোববার আবদুল করিম (৫০) নামে এক কৃষক নিহত হয়েছেন। নিহত আব্দুল করিম পনের রশিয়া গ্রামের আব্দুল মালেকের ছেলে। কৃষি জমিতে সেচ দেয়াকে ঘিরে হামলায় এ হত্যাকান্ড ঘটে।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এম এম ময়নুল ইসলাম জানান, পনের রশিয়া এলাকায় বেলা সাড়ে ১১টার দিকে ওই এলাকার একরামুল হক তার জমিতে সেচ দেয়ার জন্য আব্দুল করিমের জমিতে শ্যালো ইঞ্জিন স্থাপন করছিল। এ সময় আব্দুল করিম শ্যালো ইঞ্জিন বসাতে বাধা দিয়ে উভয়ের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে একরামুল ও তার লোকজন লাঠিসোঠা ও কোদাল দিয়ে করিমকে আঘাত করলে ঘটনাস্থলেই সে মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে করিমের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছে। তিনি জানান, এ ব্যাপারে শিবগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পুলিশ জানায়, এঘটনায় একরামুলের স্ত্রী লাচন বেগম (৩০) ও তার পুত্রবধূ মৌসুমি খাতুন (২২) কে আটক করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ২০-০৩-১৬
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এম এম ময়নুল ইসলাম জানান, পনের রশিয়া এলাকায় বেলা সাড়ে ১১টার দিকে ওই এলাকার একরামুল হক তার জমিতে সেচ দেয়ার জন্য আব্দুল করিমের জমিতে শ্যালো ইঞ্জিন স্থাপন করছিল। এ সময় আব্দুল করিম শ্যালো ইঞ্জিন বসাতে বাধা দিয়ে উভয়ের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে একরামুল ও তার লোকজন লাঠিসোঠা ও কোদাল দিয়ে করিমকে আঘাত করলে ঘটনাস্থলেই সে মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে করিমের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছে। তিনি জানান, এ ব্যাপারে শিবগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পুলিশ জানায়, এঘটনায় একরামুলের স্ত্রী লাচন বেগম (৩০) ও তার পুত্রবধূ মৌসুমি খাতুন (২২) কে আটক করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ২০-০৩-১৬