শিবগঞ্জে পুলিশের হাতে অস্ত্র ও গুলিসহ ১ জন আটক

চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জে  অস্ত্র ও গুলিসহ ১ জনকে আটক করেছে শিবগঞ্জ থানা পুলিশ। আটকৃত ব্যাক্তি হচ্ছে উপজেলার  বিনোদপুর ইউনিয়নের রসুনচকগ্রামের মৃত মকবুলের ছেলে আব্দুল হাকিম(৪০)।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এম এম ময়নুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক মাহ্ফুজ আলমের নেতৃত্বে পুলিশের একটি দল শনিবার ভোর ৪টার দিকে রসুনচক গ্রামে আবদুল হাকিমের বাড়িতে তল্লাশী চালিয়ে ২টি পিস্তল, ৪টি ম্যাগাজিন ও ১২ রাউন্ড গুলিসহ হাকিমকে আটক করে।  তিনি আরও জানান, এব্যাপারে শিবগঞ্জ থানায় একটি অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক,শিবগঞ্জ/ ১৩-০২-১৬

,