কৃষ্ণগোবিন্দপুরে ক্রিকেট টুর্নামেন্টে কেজিপুর হাইস্কুল-২০০৮ এর জয়
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রাণীহাটি ইউনিয়নের কৃষ্ণগোবিন্দপুর কলেজ মাঠে অনুষ্ঠিত কৃষ্ণগোবিন্দপুরে ক্রিকেট টুর্নামেন্ট (কেএসএল) শনিবারের খেলায় জয় পেয়েছে কেজিপুর হাইস্কুল-২০০৮ । তারা ৪৯ রানে ফিউচার প্ল্যান ক্রিকেট দলকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে কেজিপুর হাই স্কুল-২০০৮ ক্রিকেট দল ১২ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১৪ রান সংগ্রহ করে। দলের পক্ষে শিমুল ৪৫, কোয়েল ২০ রান করে। ফিউচার প্ল্যানের বোলার ফড়িং ৩ ওভার ২০ রান ৪টি, সাদ্দাম ৩ ওভার ৪৫ রানে ২টি উইকেট লাভ করে। ১১৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ফিউচার প্ল্যান ১০.১ ওভারে সবকটি উইকেট ৬৫ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে সাদ্দাম ২৪, সলেমান ১৮ রান করে। কেজিপুর হাইস্কুল-২০০৮ এর বোলার নয়ন ৩ ওভার ১২ রানে ৪টি, অন্তর ৩ ওভার ২৫ রানে ২টি উইকেট লাভ করে। এখেলার ম্যান অব দ্যা ম্যাচ শিমুল। আগামীকাল ১ম সেমিফাইনালে অংশগ্রহণ করবে রামচন্দ্রপুর তরুণ সংঘ ও হান্টার সংঘ।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/ ১৩-০২-১৬
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/ ১৩-০২-১৬