নাচোলে অটো মালিক সমিতির পরিবহন ধর্মঘট প্রত্যাহার

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে অটো মালিক সমিতির পরিবহন ধর্মঘট পালিত হয়েছে। শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ ধর্মঘট অনুষ্ঠিত হয়। পরে তা নাচোল পৌরসভার মেয়র আব্দুর রশিদ ঝালু খাঁনের হস্তক্ষেপে প্রত্যাহার করা হয়।
সকালে জেলা পরিবহন সমিতির লোকজন আমনুরা শিমুলতলা মোড়ে নাচোল অটো মালিক সমিতির সহ-সভাপতি মনিরুল ইসলামকে মারধর করে অটো থেকে যাত্রী নামিয়ে নিলে অটো মালিক শ্রমিকরা পরিবহনের ডাকদেয়। ফলে সকাল  ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নাচোল আড্ডা ও নাচোল চাঁপাইসহ সকল প্রকার যানবাহন বন্ধ থাকে। এ যান জটে যাত্রী সাধারণের ভোগান্তি চরমে পৌছে। নাচোল থানা পুলিশ আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।অটো মালিক সমিতির সাধারণ সম্পাদক মুকুল বলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার ৪টি উপজেলার অটো সদরে প্রবেশ করলেও নাচোলের অটো প্রবেশ করতে দেওয়া হয়না। তিনি আরও  বলেন,অন্য উপজেলা অটো প্রবেশ করলে আমরা কেন পারবোনা,এসময় অটো সমিতির প্রধান উপদেষ্টা ও ছাত্রলীগ নেতা রাজেস, সভাপতি লিটন ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিষয়টি নিয়ে নাচোল পৌরসভার মেয়র আব্দুর রশিদ ঝালু খাঁন শনিবার সকালে বাস ও অটো মালিকদের নিয়ে নাচোলে সমাধানের লক্ষ্যে বসবেন বলে জানাগেছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, নাচোল/ ০৫-০২-১৬

,