শিবগঞ্জে মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দূর্লভপুরে ৭৩ নম্বর কালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ ও বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়েছে।
বৃহষ্পতিবার সকালে কালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি সভাপতি আলী আযমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন দূর্লভপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু আহম্মেদ নজমুল করিব মুক্তা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ স্নাতক মহাবিদ্যালয়ের প্রভাষক সাইদুর রহমান, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুলতানা মওলাত হেলমী, ম্যানেজিং কমিটির সহ-সভাপতি আবুল হোসেন, দূর্লভপুর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ড সদস্য তরিকুল ইসলা ফসি, অত্র বিদ্যালয়ের সাবেক ছাত্র সালাউদ্দিন, ম্যানেজিং কমিটির সকল সদস্য ও শিক্ষক বৃন্দ।
আলোচনা শেষে বিদ্যালয়ের ১৮ জন মেধাবী শিক্ষার্থীকে পুরস্কার দেয়া হয়। পুরষ্কার পায় শিশু শ্রেণির ৩ জন, প্রথম শ্রেণীর ৩ জন, দ্বিতীয় শ্রেণীর ৩ জন চতুর্থ শ্রেণীর ৩ জন ও পঞ্চম ও শ্রেণীর ৩জনসহ মোট ১৮ জনকে মেধাবী তালিকায় অন্তর্ভূক্ত হওয়ায় তাদের এই পুরষ্কার দেয়া হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৪-০২-১৬

,