কৃষ্ণগোবিন্দপুরে ক্রিকেট টুর্নামেন্টে হান্টার সংঘের জয়
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রাণীহাটি ইউনিয়নের কৃষ্ণগোবিন্দপুর কলেজ মাঠে অনুষ্ঠিত কৃষ্ণগোবিন্দপুরে ক্রিকেট টুর্নামেন্ট (কেএসএল) সোমবারের ২য় সেমিফাইনাল খেলায় জয় পেয়েছে হান্টার সংঘ। তারা ২ উইকেটে কেজিপুর হাই স্কুল ২০০৮ ক্রিকেট দল কে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে কেজিপুর হাই স্কুল ২০০৮ ক্রিকেট দল ১২ ওভারে ৬ উইকেট হারিয়ে ১১৬ রান সংগ্রহ করে। দলের পক্ষে খতিবুল্লাহ ৪৮, কোয়েল ২৪ রান করে। হান্টার সংঘের বোলার শওকত ৩ ওভার ২২ রান ৩টি, ইসমাইল ২ ওভার ৭ রানে ২টি উইকেট লাভ করে। ১১৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে হান্টার সংঘ ১১ ওভারে ৮ উইকেট হারিয়ে জয়ের লক্ষে পৌছে যায়। দলের পক্ষে সুমন অপরাজিত ৫০ ও নাহিদ ৩৬ রান করে। কেজিপুর হাই স্কুল ২০০৮ ক্রিকেট দল বোলার শিমুল ৩ ওভার ৩০ রানে ২ টি, মানারুল ২ ওভার ১৩ রানে ১টি উইকেট লাভ করে। এখেলার ম্যান অব দ্যা ম্যাচ সুমন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/ ১৫-০২-১৬
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/ ১৫-০২-১৬