জটিল রোগে আক্রান্ত ১৭ জনকে চিকিৎসা সহায়তা প্রদান

 চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলার ক্যান্সার, কিডনি ও লিভারসিরোসিসসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্তদের চিকিৎসা সহায়তা হিসেবে ১৭ জন রোগীদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে ।
এ সময় বাংলাদেশ জাতীয় সমাজ কল্যান পরিষদ থেকে সংসদ সদস্য আব্দুল ওদুদের এককালিন বিশেষ অনুদানের চেকও বিতরণ করা হয়েছে।রোববার সকালে জেলা সমাজ সেবা অধিদপ্তর কার্যালয়ে এই চেক বিতরণ করা হয়।
জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক রবিউল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংসদ সদস্য আব্দুল ওদুদ, জেলা প্রশাসক জাহিদুল ইসলাম।
বাংলাদেশ জাতীয় সমাজ কল্যান পরিষদের আর্থিক সহায়তায় জেলার মোট ১৭ জনের প্রত্যেকের হাতে ৫০ হাজার টাকা করে মোট সাড়ে ৮ লক্ষ টাকার চেক তুলে দেয়া হয়। অনুষ্ঠান পরিচালনা করেন অধিদপ্তরের অফিস সহকারী শামসুল করিম। অনুদানের চেকপ্রাপ্তরা হলেন, ক্যান্সার রোগী অনপনগরের মোজাম্মেল হকের ছেলে শফিকুল ইসলাম, বালুবাগানের আতাউর রহমানের মেয়ে সারমিন বেগম, হুজরাপুরের মোকবুল হোসেনের মেয়ে জান্নাতুন নাঈম, ভোলাহাটের বজরাটেক শাহাপাড়ার মৃত আব্দুর রহমানের ছেলে ভুটু আলী, গোমস্তাপুর চিনিয়াতলার ইনসান আলীর মেয়ে লাইলী বেগম, শিবগঞ্জের সাবেক লাভাঙ্গার মনিরুজ্জামান মন্টুর মেয়েনাফিসা খাতুন টকি, কিডনী রোগী শহরের পিটিআই বস্তির আবুল বাসারের ছেলে সিহাব আলী, ক্যান্সার রোগী শিবগঞ্জের সাবেক লাভাঙ্গার দেলাউর রহমানের মেয়ে সানজিদা খাতুন, নাচোলের উজিরপুরের মৃত জয়নাল আবেদিনের ছেলে শমসের আলী, গোমস্তাপুরের এনায়েতপুর গ্রামের মৃত লালমোহাম্মদের মেয়ে সাজেনুর বেগম, নয়াদিয়াড়ী বালুগ্রামের আলাউদ্দিনের মেয়ে রাহেলা বেগম, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১ নম্বর কলোনীর আমজাদ আলীর মেয়ে সাজেদা বেগম, হুজরাপুর পোড়াবাগের ননী গোপালের মেয়ে অঞ্জনা দাস, শিবগঞ্জ ঢোড়বোনার আলাউদ্দিনের ছেলে গোলাম রাব্বানী, কিডনী রোগী শিবগঞ্জ কালিনগরের আবু সালেকের ছেলে তারেক আজিজ, লিভাসিরসিস রোগী চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মোহনপুরের আনারুল হকের মেয়ে ইয়াসমীন খাতুন, কিডনী রোগী আফলাতুন মোল্লার ছেলে সাদিকুল ইসলাম। পরে এলাকার ১৭ জন অসহায় দরিদ্রদের মাঝেও এককালিন অনুদানের অর্থ তুলে দেন অতিথিরা। এর মধ্যে চাঁদলাই এর সফিকুল ইসলামকে ১০ হাজার এবং সায়েদা সুলতানা ইলা, রুমালী বেগম, রাজিয়া বেগম, নাজমা বেগম, আনোয়ারা বেগম, জুবেলা বেগম, লিপিয়ারা খাতুন, রানী বেগম, জুলেখা বেগম, নাজরিন খাতুন, বানেছা বেগম, সুফিয়া বেগম, সেরিনা বেগম, আমেনা বেগম, শ্রীমতি ডলি রানী, কোহিনুর বেগমকে ৩ হাজার টাকার চেক অনুদান হিসেবে দেয়া হয়। এসময় প্রতিবন্ধীদের মাঝে সুবর্ণ নাগরিক কার্ড তুলে দেয়া হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৭-০২-১৬