ভোলাহাটে এ্যাথলেটিকস ও গ্রামীণ খেলাধূলা এবং অটিজম ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা
চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০১৫-১৬ অংশ হিসেবে তৃণমূল পর্যায় থেকে খেলোয়াড় সৃষ্টির লক্ষে ২৪ ফেব্র“য়ারী ভোলাহাট উপজেলার পোল্লাডাঙ্গা দ্বীন মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে অনুর্ধ্ব- ১৬ বছর বালক বালিকাদের এ্যাথলেটিকস ও গ্রামীণ খেলাধূলা এবং অটিজম ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা- ২০১৬ অনুষ্ঠিত হয়। এতে গ্রামীণ খেলাধূলা- মোরগ লড়াই, বৌচি, স্কিপিং দৌড় সহ বিভিন্ন ইভেন্টে খেলাধূলা হয়। দিনব্যাপি খেলা শেষে বিজয়ী ও বিজিতদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ইকবাল মনোয়ার খান চান্না, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার আখতারুজ্জামান রেজা তালুকদার রুমী, হাসিব রেজা তালুকদার বাবুল, জেলা ফুটবল কোচ হুমায়ন কবীর লুকু, রাজিব হোসেন, জহুরুল ইসলাম, প্রধান শিক্ষক শরিফুজ্জামান, শিক্ষক জাহিদুল ইসলাম, রাকিবুল ইসলাম, মুশফিকুর রহমান, হাতেম তাই, সেলিম রেজা সহ বিভিন্ন স্কুলের শিক্ষক, ছাত্রছাত্রী, আমন্ত্রিত অভিভাবকবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব নুরুল হক।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/ ২৪-০২-১৬
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/ ২৪-০২-১৬