সরকারি কলেজে উদযাপিত হচ্ছে সরস্বতী পূজা

হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পুজা শনিবার চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজে অনুষ্ঠিত হচ্ছে।
সকালে সরকারি কলেজ চত্বরে তৈরী মন্ডপে বিদ্যার্থীরা পূজা অর্চনা, পুস্পাঞ্জলি, প্রসাদ বিতরণ করে। পরে কলেজ শিক্ষক শংকর কুমার কুন্ড’র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ বক্তব্য রাখেন, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইব্রাহিম হোসেন, মনিম-উদ দৌলা চৌধুরী, শাহ আলম, কলেজ শিক্ষক ড. মাযহারুল ইসলাম তরু।
বিকেলে সংস্কৃতিক অনুষ্ঠান ও সন্ধ্যায় আরতীর পর আগামী কাল প্রতিমা বিসর্জন দেয়া হবে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৩-০২-১৬