কচুরিপনায় আবারো ভরে উঠছে আজাইপুর শংকরবাটী বিল

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ১৪ নম্বর ওয়ার্ডের আজাইপুর ও ৬ নম্বর ওয়ার্ডের শংকরবাটী এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী বিলে সংস্কারের ৫ মাস পার হতে না হতেই আবারো বিস্তার লাভ করছে কচুরিপনা। এসব কচুরিপনা আজাইপুর উত্তরদিক, বটতলা হাটের দক্ষিণ, শংকরবাটী এলাকার র্প্বূ ও আজাইপুর এলাকার পশ্চিমদিকের পাড়ঘিরে বিভিন্ন বর্জ্য ফেলায় বিলের চারিদিকে দুর্গন্ধ ছড়াচ্ছে। ফলে একদিকে যেমন পরিবেশ দূষিত হচ্ছে তেমনি অন্যদিকে এলাকার মানুষের দৈনন্দিন গোসল করাসহ বিভিন্ন কাজ হতে বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ। এ ব্যাপারে আজাইপুর শংকরবাটী বিল সংস্কার কমিটির আহবায়ক শহীদুল  হুদা অলক জানান, গতবছরের অক্টোবর  মাসে  চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের এমপি আবদুল ওদুদ, ব্যবসায়ী সামিউল হক লিটন, ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবদুল বারেক ও ১৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সেরাজুল ইসলাম জারজিসের সার্বিক তত্বাবধানে এলাকাবাসীর সহযোগিতায় বিলের পুরো এলাকায় জমে থাকা কচুরিপনা সংস্কার করা হয়। কিন্তু বিলের আশপাশের
বাসিন্দাদের অযন্ত্র ও অবহেলার ফলে বিলে আবার কচুরিপনা জমে উঠেছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২২-০২-১৬