সোনামসজিদ বন্দরে পাথর আমদানি কার্যক্রম শুরু

৫ দিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার সকাল থেকে সোনামসজিদ স্থলবন্দরে পাথর আমদানি কার্যক্রম আবারো শুরু হয়েছে। ফলে গেল ক’দিনের স্থবিরতার মুখে পড়া বন্দরে ফিরে এসেছে কর্মচাঞ্চল্যতা।
দেশে পাথরের ব্যাপক চাহিদাকে পুজি করে ভারতীয় রপ্তানিকারকদের দফায় দফায় দাম বৃদ্ধি ও মাটি-বালি মেশানো পাথর সরবরাহের প্রতিবাদে গেল শনিবার থেকে পাথর আমদানি বন্ধের সিদ্ধান্ত নেয় সোনামসজিদ স্থল বন্দর আমদানি-রপ্তানি কারক গ্র“প। এতে ক্ষুব্ধ হয়ে ভারতীয় রপ্তানীকারকরা বাংলাদেশী পাথর ব্যাবসায়ীদের পাথর আমদানী শুরু না করলে সোনামসজিদ বন্দর দিয়ে সকল ধরনের পন্য রপ্তানী বন্ধের হুমকি দিয়ে চিঠি দেয়। এনিয়ে উদ্ভুত পরিস্থিতিতে আমাদানী রপ্তানীকারকরা যৌথ সভা করে এবং সরবরাহ করা পাথরের মান বজায় থাকার আশ্বাসের প্রেক্ষিতে বৃহস্পতিবার থেকে আবারও শুরু হয় পাথর আমদানী।
বন্দর সূত্র জানিয়েছে,  সকাল থেকে দুপুর পর্যন্ত ভারত থেকে ১শ ৪০ টি পাথরের ট্রাকসহ বিভিন্ন পন্যবাহী ২শতাধিক ট্রাক সোনামসজিদ বন্দরে ঢুকেছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ১১-০২-১৬

,