মহারাজপুরহাট বণিক সমিতির দ্বি-বার্ষিক সাধারণ সভা ও অভিষেক

মহারাজপুরহাট বণিক সমিতির দ্বি-বার্ষিক সাধারণ সভা ও অভিষেক অনুষ্ঠান কারবালা উচ্চ বিদ্যালয় ও কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। মহারাজপুরহাট বণিক সমিতির সভাপতি শামসুল করিম টুকুর সভাপতিত্বে অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মহারাজপুরহাট বণিক সমিতির আজীবন সাধারণ সম্পাদক জোনাব আলী।
শনিবার দিবাগত রাতে সভায় আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন মহারাজপুরহাট বণিক সমিতির কোষাধ্যক্ষ আব্দুর রশিদ। সভায় বক্তব্য রাখেন, মহারাজপুর ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ হোসেন এম, মহারাজপুরহাট বণিক সমিতির সাবেক উপদেষ্টা ডাঃ এনামুল হক, তাইনুস আলী ও সাদিকুল আলম ডাক্তার, মহারাজপুরহাট বণিক সমিতির সদস্য আলহাজ্ব তৈমুর রহমান, নব-নির্বাচিত সহ-সভাপতি মোজাম্মেল হক মেম্বার, নব-নির্বাচিত সহ-সেক্রেটারী সেলিম রেজা। অনুষ্ঠানে উন্মুক্ত আলোচনায় অংশ নেন তাজেমুল হক, সবিরুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠানে লটারীর মাধ্যমে ৫০ জন সদস্যকে পুরস্কৃত করা হয়।
উল্লেখ্য, মহারাজপুরহাট বণিক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে ৪টি পদে নির্বাচিত হন সভাপতি শামসুল করিম টুকু, সহ-সভাপতি মোজাম্মেল হক মেম্বার, সহ-সেক্রেটারী সেলিম রেজা ও কোষাধ্যক্ষ আব্দুর রশিদ। গত ২০১৪-২০১৫ মেয়াদ থেকে জোনাব আলীকে সাধারণ সম্পাদক হিসেবে আজীবন নির্বাচিত করা হয়। প্রেক্ষিতে এ পদে নির্বাচন অনুষ্ঠিত হয়নি। সমিতির অন্যান্য সদস্যরা হলেন- আবুল হোসেন (অনো), ফিরোজ কবির, আব্দুর রাজ্জাক, আবু বাক্কার, আবুল কালাম, তারাজ উদ্দীন, রাকিব হোসেন, আকতারুল ইসলাম, আলমগীর হোসেন, ফিরোজ কবির, দাইরুল ইসলাম, আতিকুল ইসলাম, আবু হোসেন ডাঃ, আব্দুল জাব্বার, ফিরোজ কবির, হারুন অর রশিদ, শরিফুল ইসলাম, মিলন আলী, দুরুল হোদা ও নিপেন চন্দ্র।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০১-০২-১৬