এইট এ সাইড নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টে টেনশন ক্রিকেট দলের জয়
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ডের ফকিরপাড়া ওয়ারিয়ার্স ক্লাব আয়োজিত ফকিরপাড়া কলাবাগান মাঠে অনুষ্ঠিত এফ.পি.এল এইট এ সাইড নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্ট ২০১৬ এর শুক্রবার রাতের খেলায় জয় পেয়েছে টেনশন ক্রিকেট দল। তারা ৩ উইকেটে বালুবাগান স্মৃতি সংঘ কে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে বালুবাগান স্মৃতি সংঘ ১২ ওভারে ৭উইকেট হারিয়ে ১৪১ রান সংগ্রহ করে। দলের পক্ষে আবুল ৫০, শাউন ২৭ রান করে। টেনশনে ক্রিকেট দলের বোলার রানা ৩ ওভার ১৫ রান ৩টি, ওমন ৩ ওভার ২৯ রানে ২টি উইকেট লাভ করে। ১৪২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে টেনশন ক্রিকেট দল ১১.২ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের লক্ষে পৌছে যায়। দলের পক্ষে মমিন ৩২, নাজমুল ৩১ রান করে। বালুবাগান স্মৃতি সংঘের বোলার বাসার ৩ ওভার ৩৫ রানে ৩ টি, রানা ৩ ওভার ৩৭ রানে ২টি উইকেট লাভ করে। এখেলায় ম্যান অব দ্যা ম্যাচ নাজমুল।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/০৬-০২-১৬
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/০৬-০২-১৬