গোমস্তাপুরে র‌্যাবের অভিযান লক্ষধিক টাকার ভেজাল পণ্য ধ্বংস

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার নুনগোলা এলাকায় একটি খাবার তৈরীর কারখানায় মঙ্গলবার অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল খাদ্য দ্রব্য ধ্বংস ও কারখানা মালিককে অর্থ দন্ড দিয়েছে র‌্যাব।
র‌্যাব জানায়, নুনগোলা এলাকার মোহাম্মদ আলী পান্নার লাইসেন্সবিহীন খাদ্য দ্রব্যের কাখানায় ভেজাল খাদ্য উৎপাদন হয়ে আসছিল। দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মামুনুর রশিদ ও র‌্যাব কর্মকর্তা মেজর আব্দু সালামের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের একটি দল ওই কারখানায় অভিযান চালায়। এ সময় কারখানায় উৎপাদিত এক লাখ ১০ হাজার ৫০০ টাকার ভেজাল পণ্য ধ্বংস করা হয় এবং কারখানা মালিককে ২০ হাজার টাকা জারিমানা অনাদায়ে ৭ দিনে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৬-০২-১৬

,