১ম বিভাগ ক্রিকেট লীগে এনসিসির জয়
চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ১ম বিভাগ ক্রিকেট লীগ প্রতিযোগিতা ২০১৫-১৬ চাঁপাইনবাবগঞ্জ স্টেডিয়ামে মঙ্গলবারের খেলায় জয় পেয়েছে এনসিসি । তারা ৫ উইকেটে সবুজ সংঘ কে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে সবুজ সংঘ ৩৪.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১২৫ রান সংগ্রহ করে। দলের পক্ষে বাক্কার ৪৩, মিঠুন ২৫ রান করে। এনসিসি’র বোলার মিঠু ৬.৪ ওভার ১১ রান ৩টি, মেহেদি ৭ ওভার ১২ রানে ৩ টি উইকেট লাভ করে। ১২৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে এনসিসি ২৬.১ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের লক্ষে পৌছে যায়। দলের পক্ষে ফরিদ অপরাজিত ৪৯, হিমেল ১৬ রান করে। সবুজ সংঘের বোলার সবুজ ৯ ওভার ৩০ রানে ৩ টি, জিহান ৫.১ ওভার ৩৪ রানে ১টি উইকেট লাভ করে। আম্পাায়ারের দায়িত্ব পালন করেন পান্না ও জনি, স্কোরার রকি। আগামীকালের খেলায় অংশগ্রহণ করবে কানসাট ক্লাব ও মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্র।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/ ১৬-০২-১৬
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/ ১৬-০২-১৬