ভোলাহাটে ভূমি জোনিং খসড়া ম্যাপ যাচাইকরণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে জাতীয় ভূমি জোনিং প্রকল্প-২য় পর্যায়’র আওতায় উপজেলা ভূমি জোনিং খসড়া ম্যাপ যাচাইকরণ শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে ভোলাহাট উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত মোঃ রফিকের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় জাতীয় ভূমি জোনিং প্রকল্প পরিচিতি এবং উপজেলার বর্তমান ভূমি ব্যবহার  সর্ম্পকিত তথ্যাদি, সম্ভাবনা ও খসড়া ভূমি জোনিং ম্যাপ উপস্থাপন করেন সাবেক অতিরিক্ত সচিব ও প্রকল্প পরিচালক আব্দুস সাত্তার। কর্মশালায় বক্তব্য রাখেন, প্রকল্প কর্মকর্তা মাহাবুবুর রহমান। কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাকসুদা বেগম সিদ্দিকি, উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান রেশমাতুল আরশ রেখাসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, সরকারি কর্মকর্তারা।
কর্মশালায় মুক্ত আলোচনায় অংশ নেন, দলদলী ইউপি চেয়ারম্যান মাজহারুল ইসলাম পুতুল, ভোলাহাট ইউপি চেয়ারম্যান ইয়াজদানী জর্জ, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল ওয়াদুদ, বিএমডিএ সহকারী প্রকৗশলি নিশি কান্ত, মৎস্য কর্মকর্তা অলিউর রহমান, সাংবাদিক গোলাম কবির, মুক্তিযোদ্ধা আফসার হোসেন, শিক্ষক আতাউর রহমান।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, ভোলাহাট/ ২৯-০২-১৬

,