শিবগঞ্জে ইয়াবা ও ফেন্সিডিলসহ ৩ জন আটক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় পুলিশ ও র‌্যাব বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে হিরোইন, ইয়াবা, দেশীয় অস্ত্র ও ফেনসিডিলসহ ৩ জনকে আটক করেছে। আটককৃতরা হলো উপজেলার আট রশিয়া শুকনাপাড়ার গোলাপ মিয়ার ছেলে মামুন (১৯), রাজশাহীর চারঘাট উপজেলার ইউসুফপুর গ্রামের বিছাদ আলীর ছেলে হানিফ (২৬), একই এলাকায় টানগর গ্রামের মৃত সৈয়মুদ্দিনের ছেলে রাজন (২৭)।
শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক মাহ্ফুজ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত সাড়ে ৯টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের রাণীহাটি বাজারে অভিযান চালিয়ে ১শ’ বোতল ফেনসিডিলসহ হানিফ ও রাজনকে আটক করা হয়। এসময় তাদের ব্যবহৃত একটি ভটভটি জব্দ করা হয়।
 অন্যদিকে র‌্যাব আরেকটি অভিযানে বুধবার বিকালে  উপজেলার দূর্লভপুর ইউনিয়নের  আট রশিয়া শুক্কাপাড়া গ্রামে থেকে গোলাপের ছেলে মামুনকে  ১শ ৭০পিস ইয়াবা ও একটি দেশীয় অস্ত্রসহ আটক করে।
এ ব্যাপারে শিবগঞ্জ থানায় পুথক দুটি মামলা হয়েছে।



চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক,শিবগঞ্জ/ ২৫-০২-১৬

,