কৃষ্ণগোবিন্দপুরে ক্রিকেট টুর্নামেন্টে তরুণ সংঘের এর জয়

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রাণীহাটি ইউনিয়নের কৃষ্ণগোবিন্দপুর কলেজ মাঠে অনুষ্ঠিত কৃষ্ণগোবিন্দপুরে ক্রিকেট টুর্নামেন্ট (কেএসএল) রোববারের প্রথম সেমিফাইনাল খেলায় জয় পেয়েছে রামচন্দ্রপুর তরুণ সংঘ। তারা ৭ উইকেটে হান্টার সংঘকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে হান্টার সংঘ ক্রিকেট দল ১২ ওভারে ৯ উইকেট হারিয়ে ৮০ রান সংগ্রহ করে। দলের পক্ষে ফিরোজ ২৮, মিঠু ১২ রান করে। তরুণ সংঘের বোলার সুমন ৩ ওভার ২২ রান ৪টি, রাজন ৩ ওভার ১৯ রানে ৩টি উইকেট লাভ করে। ৮১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে তরুণ সংঘ ১০.২ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। দলের পক্ষে রাজন ৩০, ফারুক ১৭ রান করে। হান্টার সংঘের বোলার রকি ৩ ওভার ১২ রানে ১টি, শওকত ৩ ওভার ২২ রানে ৪টি উইকেট লাভ করে। এ খেলার ম্যান অব দ্যা ম্যাচ রাজন।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/১৪-০২-১৬