আরামবাগে বালুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়লো বাড়ীতে

চাঁপাইনবাবগঞ্জ শহরের আরামবাগ এলাকায় সোনামসজিদ মহাসড়কে ঘন কুয়াশার মধ্যে একটি বালুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে স্থানীয় সাইফুল ইসলামের বাড়ীতে ঢুকে পড়ে। এ ঘটনায় কেই মারা না গেলও সাইফুল ইসলামের বাড়ীর সামনের অংশ ক্ষতগ্রস্থ হয়েছে।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও.সি) মাযহারুল ইসলাম জানান, সাইফুলের বাড়ীর সামনে থেকে ট্রাকটি আটক করা হয়েছে।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকাল ৯টায় ঘন কুয়াশার মধ্যে বালুবাহী একটি ট্রাক (নাটোর ট-৪) সামনের চাকা বার্স্ট হয়ে পাশের মহাসড়কে ধারে সাইফুল ইসলামের বাড়ীতে  ঢুকে পড়ে। এসময় সৌভাগ্যক্রমে সামনের ক্ষতগ্রস্থ ঘরে কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। তবে ট্রাকের হেলপার মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে সদর হাসপাতালে ভর্তি হয়েছে।
এদিকে ঘটনার পর ৭৫ হাজার টাকা ‘জরিমানায়’ বাড়ীর মালিকের সাথে মীমাংসা করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০২-০২-১৬