তিন সীমান্তে একই দিনে বিজিবি ধরল ৩৬টি গরু

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার তিন সীমান্ত এলাকা থেকে বিজিবি পৃথক পৃথক অভিযানে ৩৬ টি মালিকবিহীন ভারতীয় গরু আটক করেছে। আটক গরুগুলোর মুল্য প্রায় ১৮ লাখ টাকা বলা হয়েছে।
বিজিবি’র ৯ ব্যাটালিয়নের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে বাখের আলী বিওপি’র হাবিলদার বাদম মুর্মু’র নেতৃত্বে সীমান্তের ২৭/৬ এস পিলারের কাছে পদ্মাচর এলাকায় অভিযান চালিয়ে ১৮টি গরু আটক করা হয়। একই দিন সন্ধ্যা ৭ টার দিকে জহুরপুর টেক বিওপি’র নায়েব সুবেদার জামাল উদ্দীনের নেতৃত্বে একটি সাদ্দামের চর এলাকায় অভিযান চালিয়ে ১৪টি গরু উদ্ধার করে। পরের অভিযানটি পরিচালতি হয় রাত ৮টা ৪০ মিনিটের দিকে সীমান্তের ১৬/৪ এস পিলারের কাছে কালুপুর মাঠে। জহুরপুর বিওপি’র নায়েব সুবেদার মফিজুল ইসলামের নেতৃত্বে একটি দল ৪টি গরু আটক করে।
গরুগুলি মালিকবিহীন অবস্থায় আটক করা হয়। পরে আটক গরুগুলো চাঁপাইনবাবগঞ্জ শুল্কগুদামে জমা দেয়া হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৮-০২-১৬