পঞ্চগড়েরর পুরোহিত হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন
পঞ্চগড়ের দেবীগঞ্জ এর পুরোহিত যজ্ঞেশ্বর রায়ের হত্যা ও বিভিন্ন মঠ ও মন্দিরে হামলার প্রতিবাদে শনিবার চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন ও মৌন মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সকালে বাংলাদেশ সনাতন ফেডারেশন এর উদ্যোগে শহরের শহীদ সাটু হলের সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ সনাতন ফেডারেশনের সভাপতি মৃনাল কান্তি সরকার, চাঁপাইনবাবগঞ্জ পুজা উদযাপন কমিটির সভাপতি মোহিত কুমার দাঁ, তরুন কুমার সাহা, শংকর কুমার দাস, প্রণব কুমার পাল। বক্তারা পুরোহিত যজ্ঞেশ্বর রায়ের হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পরে শহরে মৌন মিছিল অনুষ্ঠিত হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৭-০২-১৬
সকালে বাংলাদেশ সনাতন ফেডারেশন এর উদ্যোগে শহরের শহীদ সাটু হলের সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ সনাতন ফেডারেশনের সভাপতি মৃনাল কান্তি সরকার, চাঁপাইনবাবগঞ্জ পুজা উদযাপন কমিটির সভাপতি মোহিত কুমার দাঁ, তরুন কুমার সাহা, শংকর কুমার দাস, প্রণব কুমার পাল। বক্তারা পুরোহিত যজ্ঞেশ্বর রায়ের হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পরে শহরে মৌন মিছিল অনুষ্ঠিত হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৭-০২-১৬