পত্নীতলায় সাংস্কৃতিক কর্মীদের মাঝে পোষাক বিতরণ

 নওগাঁর পত্নীতলায় শনিবার সকাল ১০টায় বিএসডিও’র প্রধান কার্যালয় মহিনগরে স্থানীয় ২৪টি সাংস্কৃতিক দলের মাঝে পোষাক বিতরণ করা হয়েছে।
ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে ও হেল্পএইজ  ইন্টারন্যাশনাল, বাংলাদেশ এর কারিগরী সহায়তায় নওগাঁ জেলায় বাস্তবায়নাধীন ‘প্রবীণ অধিকার সুরক্ষায় সাংস্কৃতিক প্রচারাভিযান প্রকল্পে’র অংশ হিসাবে স্থানীয় বেসরকারি সংগঠন বরেন্দ্রভূমি সমাজ উন্নয়ন সংস্থা (বিএসডিও’র) উদ্যোগে এ সকল পোষাক বিতরণ করা হয়।

বিএসডিও’র নির্বাহী পরিচালক  আব্দুর রউফ পত্নীতলা ও মহাদেবপুরে প্রবীণ অধিকার সুরক্ষায় সাংস্কৃতিক কর্মকান্ড পরিচালনাকারী দলসমূহের দলনেতাদের হাতে পোষাক তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন সংস্থার কর্মসূচী সমন্বয়কারী আতাউর রহমান, জেলা সমন্বয়কারী আবু হেনা মোহাম্মদ ফিরোজ, মিডিয়া এন্ড ক্যাম্পেইন অফিসার শাহনাজ বেগম মুক্তি প্রমুখ। বিতরণকৃত পোষাকের মধ্যে রয়েছে শাড়ি, পেডিকোট ও ব্লাউজ ৮৪ সেট, লুঙ্গি ২৫টি, টি-শার্ট ৩১টি, পাঞ্জাবি ৪২টি, ট্রাউজার ৪টি,  ধুতি ৭৩টি, ফতুয়া ৪৬টি, গামছা ২৪টি ও ওড়না ২২টি। বিভিন্ন পর্যায়ে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে দলসমূহ এ সকল পোষাক ব্যবহার করবেন বলে বিএসডিও সূত্রে জানা গেছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, পত্নীতলা, নওগাঁ / ২০-০২-১৬