রহনপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র বিএনপি নেতা তারিক আহমেদ শপথ নিয়েছেন

রহনপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র ও বিএনপি নেতা তারিক আহমেদ শপথ নিয়েছেন। বৃহস্পতিবার সকালে প্যারোলে মুক্ত হয়ে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে শপথ নেন তিনি। বিভাগীয় কমিশনারের কার্যালয়ের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন। সূত্রটি জানায়, তারিক আহমেদকে বিভাগীয় কমিশনার হেলাল উদ্দীন আহমেদ শপথবাক্য পাঠ করান। শপথের আনুষ্ঠানিকতা শেষে তাকে আবারো কারাগারে পাঠানো হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা শপথ গ্রহণ করেন ১৪ জানুয়ারি। কিন্তু ওইদিনই আদালতে আত্মসমর্পন করেন আরিক আহমেদ। আদালত তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর কারণে তিনি শপথ নিতে পারেন নি। গত বছরের ৫ মার্চ অবরোধ চলাকালে গোমস্তাপুর উপজেলার নিমতলা-কাঁঠাল এলাকায় একটি পণ্য বোঝাই ট্রাকে পেট্রোল বোমা ছুঁড়ে মারে দুর্বৃত্তরা। এতে ট্রকের হেলপার সেলিম অগ্নিদগ্ধ হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ওই হামলায় আহত হয়েছিলেন ট্রাকের চালক ফিরোজ আলী ও আলুর মালিক সাহেব আলী। ওই মামলার ১০ নম্বর আসামী তারিক আহম্মেদ।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৫-০২-১৬

,