হাজি বিরিয়ানী হাউজের মালিককে ৫০ হাজার টাকা অর্থদন্ড

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার মজুদ রাখার অপরাধে সোমবার সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ শহরের হাজি বিরায়ানী হাউজের মালিক মামুন মিয়াকে ৫০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ৬ মাসের কারাদন্ড দেওয়া হয়েছে। ভ্রাম্যমান আদালতের বিচারক এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মিজানুর রহমান জানান, শহরের মিস্ত্রিপাড়ায় হাজি বিরিয়ানী কারখানায় অভিযান চালিয়ে দেখা যায়, অস্বাস্থ্যকর পরিবেশে বিরিয়ানী তৈরীর উপকরণ সংরক্ষণ করা হয়েছে। এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে মজুদ রাখা রান্না করা বিরিয়ানী শহরের ক্লাব সুপার মার্কেট মোড়, শান্তি মোড় ও বিশ্বরোড মোড়ের হাজি বিরিয়ানীর শাখায় বিক্রি করা হচ্ছে। এ অপরাধে মালিক মামুন মিয়াকে ৫০ হাজার টাকা অর্থদন্ড ও অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। তবে মামুন মিয়া ৫০ হাজার টাকা জরিমানা পরিশোধ করেছেন।
এছাড়া বিকেলে রেলওয়ে ষ্টেশন সংলগ্ন জোনাকী হোটেলের মালিক আনোয়ার হোসেন ও অপর একটি হোটেলের মালিক শফিকুল ইসলামকেও চার হাজার টাকা করে অর্থদন্ড প্রদান করেছে আদালত।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২২-০২-১৬