১১ ভারতীয় গরুসহ দু’ জন আটক

 চাঁপাইনবাবগঞ্জে বিজিবির ২টি পৃথক অভিযানে ১১টি ভারতীয় গরুসহ ২ জনকে আটক করেছে। আটককৃত ব্যাক্তি হচ্ছে শিবগঞ্জ উপজেলার দূর্লভপুরের রঘুনাথপুর গ্রামের বিষু শেখের ছেলে মোবারক হোসেন (২০) ও সাহাপাড়া ঘোড়াপাড়া গ্রামের  ইকবাল হোসেনের ছেলে জসিম উদ্দিন (২০)।
চাঁপাইনবাবগঞ্জ ৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল আহমেদ জুনাইদ আলম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে নায়েক সুবেদার ইয়ারুল হকের নেতৃত্বে¡ রঘুনাথপুর বিওপির একটি টহল দল শিবগঞ্জ উপজেলার সরাপাড়া এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন ৭টি ভারতীয় গরু আটক করে। যার আনুমানিক মূল্য ৫ লক্ষ ৬০ হাজার টাকা। তিনি  জানান , সকালে আরেকটি পৃথক অভিযানে হাবিলদার হাফিজুর রহমানের নেতৃত্বে¡ ওয়াহেদপুর বিওপির একটি টহল দল শিবগঞ্জ উপজেলার বিশরশিয়া গ্রাম এলাকায় অভিযান চালিয়ে ৪টি গরু ও ভারতীয় ১হাজার ৯৬০ রুপীসহ মোবারক ও জসিমকে আটক করা হয়। তিনি আরো জানান, শিবগঞ্জের বাবুপুরের চর পশ্চিম পাঁকা গ্রামের আলতাবের ছেলে গরু ব্যবসায়ী সেকান্দরের (৩৫) প্ররোচনায় আটক ব্যক্তিরা গরুগুলি অবৈধ উপায়ে বাংলাদেশে নিয়ে আসে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। গরুগুলি শিবগঞ্জ শুল্ক কার্যালয়ে এবং আসামীদেরকে শিবগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানায় বিজিবি।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৫-০২-১৬

,