এবার বাল্যবিয়ে রেজিস্ট্রি করতে গিয়ে নিকাহ রেজিস্ট্রার ‘লালঘরে’

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার নিকাহ রেজিষ্ট্রাররা বাল্য বিয়ে না পড়ানোর  অঙ্গীকার করার পর ‘শপথ ভেঙ্গে’ বাল্যবিবাহ পড়ানোর দায়ে ভ্রাম্যমাণ আদালতে সাজা পেলেন মইনুল ইসলাম (৩৭)।
সূত্র জানিয়েছে, ভোলাহাট উপজেলার তেলীপাড়া গ্রামের ১৩ বছরের এক বালিকার সঙ্গে একই উপজেলার যাদুনগর গ্রামের সাবিরুল ইসলামের বিয়ে রেজিস্ট্রি করেন নিকাহ রেজিস্ট্রার ইমামনগর গ্রামের আব্দুল মতিনের ছেলে মইনুল ইসলাম। বৈধ কাগজ পত্র না দেখেই তিনি গত ২৬ ফেব্রুয়ারি রাতে বিয়ে দেন। খবর পেয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত মোঃ রফিক শনিবার সন্ধ্যায় বিশেষ অভিযান চালিয়ে মইনুল ইসলামকে আটক করে। পরে তাকে বাল্যবিবাহ পড়ানোর দায়ে বাল্যবিবাহ নিরোধ আইনে বিনাশ্রম ১৫দিনের কারাদন্ড প্রদাণ করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, ভোলাহাট / ২৮-০২-১৬

,