নাচোলে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামি হচ্ছে নাচোল উপজেলার কসবা ইউনিয়নের গোলাবাড়ী গ্রামের মৃত আব্দুল্লাহ মুন্সির ছেলে আব্দুর রহমান মালেক (৪০)।
নাচোল থানার ওসি ফাছিরুদ্দিন জানান, শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে নাচোল থানার এএসআই আবু হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার গোলাবাড়ী এলাকা থেকে এক বছরের সাজাপ্রাপ্ত আসামি আব্দুর রহমান মালেককে গ্রেফতার করে। পুলিশ জানায়, আদালত কর্তৃক তার বিরুদ্ধে এক বছরের সাজা প্রদান করায় সে দীর্ঘদিন থেকে গা ঢাকা দিয়েছিল।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, নাচোল/ ১৯-০২-১৬

,