শিবগঞ্জে বাল্যবিয়ে করতে এসে অর্থদন্ড পেল বর

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের জমিনপুর গ্রামের ৭ম শ্রেণী পড়–য়া এক শিক্ষার্থীকে বিয়ে করতে এসে শুক্রবার ভ্রাম্যমাণ আদালতে অর্থদন্ড পেতে হয়েছে বর সেলিম রেজাকে। একই সঙ্গে অর্থদন্ডের মুখোমুখি হতে হয়েছে বরের দুলাভাই, কনের নানা ও মৌলভীকে।
শিবগঞ্জ উপজেলার সহকারী কমিশনাল (ভুমি) আফাজ উদ্দিন জানান, বিনোদপুরের জমিনপুর গ্রামের মাত্র ১২ বছর বয়সী ৭ম শ্রেণীর এক শিক্ষার্থীর সঙ্গে শুক্রবার গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের উত্তম ইসলামপুর গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে সেলিম রেজা (১৭) এর বিয়ের আয়োজন করা হয়। বাল্যবিয়ের এই সংবাদ পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশের একটি দল বিয়ে বাড়িতে অভিযান চালায়। তারা বিয়ের আয়োজন বন্ধ করে বর সেলিম রেজা, বরের দুলাভাই আব্দুল হালিম, কনের নানা এমাজ উদ্দীন, জমিনপুর গ্রামের মৌলভী ওসমান গনিকে আটক করে। পরে রাত ৮টার দিকে বরসহ চারজনকে ভ্রাম্যমাণ আদালত ১ হাজার টাকা করে অর্থদন্ড প্রদান করে ছেড়ে দেয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক,শিবগঞ্জ/ ১৯-০২-১৬

,