বাল্যবিয়ে থেকে রক্ষা পেল শিবগঞ্জের দশম শ্রেণীর শিক্ষার্থী
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে উপজেলা মনাকষা হুমায়ুন রেজা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর এক শিক্ষার্থী বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেয়েছে। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সেল ও স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে শুক্রবার বন্ধ হয় এই বাল্যবিয়ে।
উপজেলা নির্বাহী অফিস এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সেল অফিস জানায়, ২১ জানুয়ারী নাম প্রকাশে অনিচ্ছুক জনৈক ব্যক্তি নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সেলের জরুরী নম্বর ৯২১ এ ফোন করে জানায় ২২ জানুয়ারী শুক্রবার উপজলার মনাকষা ইউনিয়নের চৌকা মনাকষা গ্রামের ওই শিক্ষার্থীর সঙ্গে বিনোদপুর ইউনিয়নের রসুনচক গ্রামের এক যুবকের বিয়ের আয়োজন করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তির ওই তথ্যের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ইরতিজা আহসানের নির্দেশে ২১ জানুয়ারী বৃহস্পতিবার সন্ধ্যায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সেলের দুইজন কর্মকর্তা ইউসুফ আলি ও জাগাঙ্গীর আলম মনাকষা ইউপি সচিব ইকবাল আব্বাসীকে সঙ্গে নিয়ে কন্যার পিতা বাড়ি গিয়ে বিয়ে করার নির্দেশ দেন।
এদিকে, কন্যার বিয়ের আয়োজন বন্ধ হয়ে গেলে ওই পিতার তার পুত্রের খাৎনা অনুষ্ঠানের আয়োজন করে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ২২-০১-১৬
উপজেলা নির্বাহী অফিস এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সেল অফিস জানায়, ২১ জানুয়ারী নাম প্রকাশে অনিচ্ছুক জনৈক ব্যক্তি নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সেলের জরুরী নম্বর ৯২১ এ ফোন করে জানায় ২২ জানুয়ারী শুক্রবার উপজলার মনাকষা ইউনিয়নের চৌকা মনাকষা গ্রামের ওই শিক্ষার্থীর সঙ্গে বিনোদপুর ইউনিয়নের রসুনচক গ্রামের এক যুবকের বিয়ের আয়োজন করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তির ওই তথ্যের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ইরতিজা আহসানের নির্দেশে ২১ জানুয়ারী বৃহস্পতিবার সন্ধ্যায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সেলের দুইজন কর্মকর্তা ইউসুফ আলি ও জাগাঙ্গীর আলম মনাকষা ইউপি সচিব ইকবাল আব্বাসীকে সঙ্গে নিয়ে কন্যার পিতা বাড়ি গিয়ে বিয়ে করার নির্দেশ দেন।
এদিকে, কন্যার বিয়ের আয়োজন বন্ধ হয়ে গেলে ওই পিতার তার পুত্রের খাৎনা অনুষ্ঠানের আয়োজন করে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ২২-০১-১৬