জেলাজুড়ে বিনামুল্যে সেবা দিবে ভ্রাম্যমান ফিজিও থেরাপি ভ্যান

প্রতিবন্ধী কিংবা প্রতিবন্ধীতার ঝুকি রয়েছে এমন ব্যক্তিদের বিনামুল্যে ফিজিও থেরাপি সেবা দিতে চাঁপাইনবাবগঞ্জে কাজ শুরু করেছে ভ্রাম্যমান থেরাপি রিহ্যাবিলিটেশন ভ্যান। শুক্রবার থেরাপি ভ্যানের আনুষ্ঠানিক উদ্ধোধন করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ সার্কিট হাউসের সামনে ভ্যানের উদ্ধোধন করেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর কবীর। এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার র্মিজা সাকিলা দিন হাছিন, চাঁপাইনবাবগঞ্জ  সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক  রবিউল ইসলাম, শহর সমাজ সেবা অফিসার ওবায়দুল রহমান, প্রতিবদ্ধী সেবা ও সাহায্য কেন্দ্র কর্মকর্তা শরীয়াতুল্লাহ, সমতা নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক আফসানা খাতুন, চাঁপাইনবাবগঞ্জ সমাজ সেবা অধিদপ্তরের অফিস সহকারী শামসুল করিম।
সমাজকল্যাণ মন্ত্রনালয়ের অধীনে জাতীয় প্রতিবদ্ধী উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে কর্মসুচির আওতায় এই ভ্যানের মাধ্যমে প্যারালাইসিস, বাত ব্যথা, স্পিচ এন্ড ল্যাংগুয়েজ থেরাপি, কাউন্সিলিং সেবা বিনামুল্যে প্রদান করা হবে।
চাঁপাইনবাবগঞ্জের ৪ উপজেলায় পর্যায়ক্রমে আগামী ৩০ দিন এই থেরাপি সেবা ক্যাম্পেইন কর্মসুচি চালু থাকবে।
ফাউন্ডেশন সূত্র জানিয়েছে, থেরাপি রিহ্যাবিলিটেশন ভ্যান নাচোল উপজেলায় আগামী ২৫ ও ২৬ জানুয়ারি এবং ৬, ৭ ও ৮ ফেব্রুয়ারি, গোমস্তাপুর উপজেলায় আগামী ২৭ ও ২৮ জানুয়ারি এবং ৯, ১০ ও ১১ ফেব্রুয়ারি, শিবগঞ্জ উপজেলায় আগামী ১, ২, ১৬, ১৭ ও ১৮ ফেব্রুয়ারি এবং ভোলাহাট উপজেলায় ৩, ৪, ১৩, ১৪ ও ১৫ ফেব্রুয়ারি সেবা প্রদান করবে। চাঁপাইনবাবগঞ্জ সদরে শহরের ভেলুর মোড়স্থ অফিসে সারা বছরই সেবা পাওয়া যাবে।
এদিকে, সেবা নিতে আগ্রহীদের প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কর্মকর্তার ০১৭৯৫-১৮২৭৬৫ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২২-০১-১৬