শিবগঞ্জে অস্ত্র ও গুলিসহ এক যুবক আটক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর খাসের হাট এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ এক যুবককে আটক করেছে র‌্যাব। আটককৃত ব্যাক্তি হচ্ছে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের রানীনগর ঘোনটোলা গ্রামের আব্দুল লতিবের ছেলে টিয়া উদ্দীন(১৯)।
র‌্যাব-৫ এর কর্মকর্তা স্কোয়ডন লিডার মোবাশ্বের রহিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী রেলওয়ে কলনীর একটি অপারেশন দল বৃহস্পতিবার সন্ধা পনে ৬ টার দিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার খাসের হাট বিনোদপুর এলাকায় অভিযান চালিয়ে ১টি  পিস্তল, ২টি ম্যাগজিন  ও ৫  রাউন্ড গুলিসহ  টিয়াকে হাতেনাতে  আটক করে ।
এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীর রয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ১৪-০১-১৬

,