পলুলার লাইফ ইন্সুরেন্সের বীমা গ্রাহকের মৃত্য দাবী চেক হস্তান্তর

পলুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেড (ইসলামী বীমা তাকাফুল)  বীমা গ্রাহকের মৃত্য দাবী চেক হস্তান্তর ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার চাঁপাইনবাবগঞ্জ চেম্বার ভবনের হল রুমে চাঁপাইনবাবগঞ্জ শাখার জেনারেল ম্যানেজার সৈবুর রহমানের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পলুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেডের সিনিয়র প্রকল্প পরিচালক সৈয়দ সুলতান মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন, জেলা মিল মালিম ও ধান চাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মসিউল করিম বাবু, পলুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেডের সিনিয়র জেনারেল ম্যানেজার  শরীফ উদ্দিন। ্ অনুষ্ঠানে পলুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেডের সদস্য আজেল খাতুনের মনোনীত নমিনী আজহার সরদারকে ১০ হাজার টাকা, মাতুয়ারা বেগমের মনোনীত সদস্য জামাল উদ্দীনকে ৬৬হাজার ৫৯০ টাকা ও বরজাহানের মনোনীত সেতারা বেগমকে ২১হাজার ১০০টাকা প্রদান করা হয়। পরে পলুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেডের উন্নয়ন সভা পরিচালিত হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ৩০-০১-১৬