কিউট ১ম বিভাগ হ্যান্ডবল লীগের শুভ উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এবং মৌসুমী ইন্ডাষ্ট্রীজ লিঃ এর পৃষ্টপোষকতায় চাঁপাইনবাবগঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত কিউট ১ম বিভাগ হ্যান্ডবল লীগ ২০১৫-১৬ এর রবিবার বৈকাল ৩-৩০ মিঃ শুভ উদ্ধোধন হয়েগেলো। কিউট ১ম বিভাগ হ্যান্ডবল লীগের শুভ উদ্বোধন করে জনাব মোঃ নাসিরুল্লাহ, উপ-পরিচালক, জাতীয় ক্রীড়া পরিষদ, রাজশাহী বিভাগ। এসময় উপস্থিত ছিলেন জেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম তোফা, সহ-সভাপতি ইকবাল মনোয়ার খান চান্না, সহ-সম্পাদক জামাল আব্দুল নাসের পলেন, যুগ্ম-সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল ও আজমাল হোসেন, নির্বাহী সদস্য আব্দুল হান্নান রজু, শেখ আহসান হাবিব মিন্টু, শেখ ফরিদ সায়েম, মসিউর রহমান মিটু, হুমায়ন কবীর লুকু সহ আমন্ত্রিত অতিথি। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি শফিকুল আলম ভোতা। উদ্বোধনী খেলায়
অংশগ্রহণ করে জেলা শরীর চর্চা কেন্দ্র বনাম আলীনগর ক্লাব। এতে উভয় দলই ০৮ টি করে গোল করলে খেলাটি ড্র হয়ে যায়। জেলা শরীর চর্চা কেন্দ্র এর পক্ষে গোল করে নয়ন ৫টি, মামুন ২টি, নাইম ১টি এবং আলীনগর ক্লাবের পক্ষে গোল করে রবিউর ৫টি, সোহেল ২টি, শামিম ১টি।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/ ১০-০১-১৬