শিবগঞ্জ পৌরসভার নব-নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের সাথে সংসদ সদস্যর মত বিনিময়

চাঁপাইনবাবঞ্জের শিবগঞ্জ পৌরসভার নব-নির্বাচিত মেয়র কারিবুল হক রাজিনসহ ৯টি ওয়ার্ডের নব-নির্বাচিত কাউন্সিলর ও সংরক্ষিত আসনের কাউন্সিলরদের সাথে সংসদ সদস্য গোলাম রাব্বানীর সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে পুকুরিয়াস্থ্ এমপির অফিস কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামসুর রহমান বাবু, পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা আবদুল বাতেনসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
সভায় পৌরসভার উন্নয়নের স্বার্থে দলমত নির্বিশেষে সবাইকে এক হয়ে কাজ করার আহবান জানান গোলাম রাব্বানী এমপি। এসময় তিনি পৌরবাসির সার্বিক উন্নয়নে সহযোগিতার করার আশ্বাস প্রদান করেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ১৩-০১-১৬

,