নাচোলে লাইট হাউসের উদ্যোগে আইন সহায়তা বিষয়ক ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বেসরকারী উন্নয়ন সংস্থা লাইট হাউসএর উদ্যোগে নাচোল উপজেলা  আইন সহায়তা কমিটির সদস্যদের নিয়ে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১১ টায় লাইট হাউস,সিএলএস- ইজলাস প্রকল্প ও আসুস এর আয়োজনে নাচোল উপজেলার পরিষদ মিলনায়তনে আইন সহায়তা বিষয়ের উপর ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়।
নাচোল উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের প্রধান অতিথি থেকে এ ওরিয়েন্টেশনের উদ্বোধন করেন। এসময় আইন সহায়তার উপর বক্তব্য রাখেন, নাচোল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ রাশেদ ওয়াসিফ, মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুন নঈম মুন্নি, কসবা ইউপির চেয়ারম্যান আব্দুস সালাম, ফতেপুর ইউপির চেয়ারম্যান সাদির আহম্মেদ ভুলু, নাচোল সদর ইউপির চেয়ারম্যান ইনায়েতুল্লাহ, নেজামপুর ইউপির চেয়ারম্যান আব্দুল আওয়াল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিরন আক্তার, আনছার ভিডিপির কর্মকর্তা আব্দুল আওয়াল, লাইট হাউস সিএলএস- ইজলাস প্রকল্পের টিম লিডার নিকোলাস বিশ্বাস, প্রকল্প কর্মকর্তা সিদ্দিকুল আলম মামুন, নাচোল উপজেলার কো-অর্ডিনেটর পরিতোষ বাড়ৈ, নাচোল উপজেলার প্যারালিগাল মিনা মাহাতো। এ সময় উপস্থিত ছিলেন, ইউনিয়নের সেচ্ছাসেবক ভুদেব বর্মন, রমন সরেন,সেলিনা বেসরা ও নয়ন কর্মকার, এছাড়া  আসুস কাকনহাট সংস্থার প্রকল্প সমন্বয়কারী  ফজলুর রহমান বাবলুসহ শিক্ষক ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, নাচোল/ ৩১-০১-১৬

,