স্কুলে স্কুলে বই উৎসব > আনুষ্ঠানিক উদ্বোধন হরিমোহন ও মডেল স্কুলে > নাচোলে সেশনচার্জ দিতে ব্যর্থরা বই থেকে বঞ্ছিত !

চাঁপাইনবাবগঞ্জের হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় ও সংলগ্ন সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় চত্বরে পৃথক পৃথক অনুষ্ঠানের মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ কর্মসুচির উদ্বোধন করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর কবীর বই বিতরণ কর্মসুচির উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার দিলরুবা বেগম, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুখলেসুর রহমান আকন্দ, হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লফিত, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা সাকিলা দিল হাছিন, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি এ্যাড আনোয়ার হোসেন ডলার, প্রধান শিক্ষক মারুফুল হক।
এ বছর চাঁপাইনবাবগঞ্জের ৫ উপজেলার ১ হাজার ১২৪ টি প্রাথমিক বিদ্যালয়ে ২ লাখ ৩২ হাজার শিক্ষার্থী এবং ২২৪টি মাধ্যমিক স্কুল, ১৩৫টি মাদ্রাসা, ১০ টি ভকেশনাল ও ৯ টি স্কুল এন্ড কলেজের ১৮ হাজার ৫ শ শিক্ষার্থীর মাঝে ২৪ লাখ বই বিতরণ করা হয়।


নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ঃ
 নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়েও উৎসব মুখর পরিবেশে বই বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে প্রধান শিক্ষক মোঃ আসলাম কবীরের সভাপতিত্বে বই বিতরণ অনুষ্ঠানে প্রদান অতিথি ছিলেন, স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ডা. মোঃ মোঃ দুরুল হোদা সহ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষার্থীদের অবিভাবকগণ।
শংকরবাটী হেফজুল কামিল মাদ্রাসাঃ

শংকরবাটী হেফজুল উলুম কামিল মাদ্রাসার আয়োজনে ১ জানুয়ারী বই বিতরণ উৎসব পালন করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে মাদ্রাসার অধ্যক্ষ ড. ইমরান আলীর সভাপতিত্বে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, শংকরবাটী হেফজুল উলুম কামিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক মোঃ আবদুল হান্নান।
এদিকে নতুন বই হাতে  পেয়ে নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মেহেদি হাসান ও ছাত্রী মোসাঃ শ্যামলী জানান, আমরা নতুন বছরের শুরুতে নতুন বই পেয়ে খুবই আনন্দিত আমরা কয়েকবছর ধরে নতুন বই পাচ্ছি এজন্য মাননীয় প্রধান মন্ত্রি ও শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ কে ধন্যবাদ জানাই। অন্যদিকে শংকরবাটী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র মাসুম জানান, আমি বছরের শুরুতেই নতুন বই পেয়ে অত্যন্ত আনন্দি হয়েছি। একই এলাকার শংকরবাটী হেফজুল উলুম কামিল মাদ্রাসার ছাত্রী মোসাঃ মমতাজ খাতুন জানান নতুন বছরের শুরুতে বই দেয়া সরকারের একটি গুরুত্বপূর্ন পদক্ষেপ। এজন্য আমরা শিক্ষামন্ত্রী সহ সরকারের শিক্ষা সচিবকে ও ধন্যবাদ জানাই।
শিবগঞ্জ 

নতুন বছরের প্রথম দিন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পাঠ্যপুস্তক দিবস উদযাপন হয়েছে।
শুক্রবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারি মডেল হাই স্কুল মাঠে এ বই উৎসব অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ইরতিজা আহসানের সভাপতিত্বে প্রধান অতিথি সংসদ সদস্য গোলাম রাব্বানী শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নব নির্বাচিত পৌর মেয়র কারিবুল হক রাজিন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু ইউসুফ ভূঁইঞা, ওসি (তদন্ত) চৌধুরী জোবায়ের আহমদ, প্রধান শিক্ষক আসাদুজ্জামান প্রমূখ। পরে শিবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে পাঠ্যপুস্তক দিবস পালিত হয়। সেখানে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়।
উল্লেখ্য, এ বছর উপজেলার ২৪৭টি সরকরি প্রাথমিক বিদ্যালয়ে ৭৪ হাজার ১০০টি, ৫০টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৫ হাজার, ১১০টি কেজি স্কুলে ৩৩ হাজার, ১৯টি ব্র্যাক স্কুলে ৭৯৮টি পাঠ্যপুস্তক বিনামূল্যে বিতরণ করা হয়।
ভোলাহাট 

ভোলাহাট উপজেলায় সারা দেশের মত আনন্দ উৎসবমূখর পরিবেশের মধ্য দিয়ে রঙ্গীন মোড়কের বই বিতরণ ২০১৬ সালের ইংরেজী নব বর্ষের দিন শ্র“ক্রবার আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়। উপজেলার মধ্যে এবারের পিএসসি পরীক্ষায় প্রথম স্থান অধিকারী তেলীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের স্কুল সভাপতি পিয়ার জাহানের সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত মোঃ রফিক প্রধান অতিথি থেকে সকাল শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ উদ্বোধন করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার নুরুল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার কামাল উদ্দিন, আব্দুর রহমান, শাহানাজ পারভীন, প্রধান শিক্ষক( ভারপ্রাপ্ত) রিজিয়া খাতুন, সহকারী শিক্ষক উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সেলিম রেজাসহ অন্যান্য শিক্ষক অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ ছাড়াও উপজেলার  ৪৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে বই বিতরণ সম্পন্ন হয়। এ দিকে মাধ্যমিক ও এবতেদায়ি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও বই বিতরণ সম্পন্ন হয়েছে।

গোমস্তাপুর

নতুন বছরে নতুন বইয়ের সুগন্ধ বইছে চারিদিকে। ইংরেজী নতুন বছরের শুরুতেই স্কুলে স্কুলে ‘বই উৎসবে’ মেতে উঠেছে শিক্ষার্থীরা। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের ছাত্র-ছাত্রীদের মাঝে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরন করা হয়েছে। শুক্রবার সকালে রহনপুর এবি সরকারী বিদ্যালয়ের বই বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস। এতে বক্তব্য রাখেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশিদ, উপজেলা প্রার্থমিক শিক্ষা অফিসার এমজি মাহমুদ ইজদানি, মাধ্যমিক শিক্ষা অফিসার ভারপ্রাপ্ত ফাতেমা বেগম,  রহনপুর এবি সরকারী বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবিতা চন্দ সহ অন্যরা। আলোচনা সভা শেষে ছাত্র-ছাত্রী হাতে নতুন বই দেন তুলে  অতিথিরা। এছাড়া উপজেলার খোয়ারমোড়(গম্বুজপাড়ায়) বেলা ১১ টায় সময় নুর একাডেমী স্কুলের উদ্ধোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস।







 নাচোলে সেশনচার্জ দিতে ব্যর্থরা বই থেকে বঞ্ছিত !
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার খুরশেদ মোল্লা উচ্চ বালিকা বিদ্যালয়ে নির্ধারিত সেশনচার্জ দিতে ব্যর্থ শিক্ষার্থীরা নতুন বই পাওয়া থেকে বঞ্ছিত হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে ক্ষোভ জানিয়েছেন অভিভাববকরা। তবে সংশ্লিষ্টরা বলছেন, সেশনচার্জ নেয়ার বিধান থাকলেও ওই এলাকার আর্থ-সামাজিক অবস্থার উপর টাকার পরিমাণ নির্ধারিত হবে কমিটির মাধ্যমে।
অভিযোগে জানাগেছে, সেশনচার্জ দিতে ব্যর্থ খুরশেদ মোল্লা উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের বই বিতরণ করা হয়নি। অনেক গরীব শিক্ষার্থীরা টাকা না দিতে পারায় স্কুল থেকে  বিমুখ হয়ে ফিরে গেছে। বিষয়টির সত্যতা স্বীকার করেছেন ওই বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি আশিষ কুমার চক্রবর্তী। প্রধান শিক্ষক নজরুল ইসলামও বলেছেন, সরকারীভাবে পৌর এলাকার মধ্যের স্কুল গুলোতে ১ হাজার টাকা সেশনচার্জ নেয়ার বিধান রয়েছে, সেখানে ৭শ টাকা নেওয়া হচ্ছে ।
এদিকে, নাচোল পৌর এলাকার মুন্সি হযরত আলী উচ্চ বিদ্যালয় ও নাচোল পাইলট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের কাছ থেকে ২’শ টাকা করে সেশন চার্জ নেওয়া হচ্ছে বলে জানাগেছে। অথচ পাশের স্কুলেই নেয়া হচ্ছে ৭ শ টাকা।
এ ব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার তোবারক হুসেন এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, সেশন চার্জ নেয়ার বিষয়টি কমিটি নির্ধারণ করবেন। তবে অনিয়ম হলে  সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে শিক্ষা বোর্ড ব্যবস্থা নিতে পারেন।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০১-০১-১৬

, , , ,