মাদকবিরোধী অভিযান ও প্রচারণা উপলক্ষ্যে র‌্যালী ও মানববন্ধন

মাদকবিরোধী অভিযান ও প্রচারণার মাস জানুয়ারী উপলক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে রোববার সকালে বনর্াাঢ্য র‌্যালী ও মানববন্ধন হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র‌্যালীটি শুরু হয়ে শহরের শহীদ সাটু হলের সামনে এসে মানববন্ধনে মিলিত হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও অংশ নেয়। এসময় শিক্ষার্থী ও উপস্থিত সকলের মাঝে মাদকবিরোধী লিফলেট বিতরণ করা হয়। মানববন্ধনে বক্তব্য দেন জেলা প্রশাসক জাহাঙ্গীর কবীর, পুলিশ সুপার বশির আহম্মদ, ডা. এম এ মাতিন প্রমূখ। এ সময় জেলা প্রশাসক বলেন, জেলার প্রতিটি উপজেলায় মাসব্যাপী মাদকবিরোধী অভিযান ও প্রচারণা চলবে। যারা স্কুল-কলেজে মাদকদ্রব্য সরবরাহ করে তাঁদের পরিচয় দিতে অনুরোধ করেন তিনি। মাদক সরবরাহকারীদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি হুশিয়ারী করেন। এসময় উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আলমগীর হোসেন, অধিপ্তরের পরিদর্শক ইলিয়াস হোসেন তালুকদারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
 চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৩-০১-১৬