৬৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ছাত্রলীগের নানা কর্মসুচি পালিত

‘শিক্ষার মশাল জ্বেলে,শান্তির পতাকা উড়িয়ে জয় বাংলার স্লোগানে, আমরা এগিয়ে যাব প্রগতির পথে’ এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ ছাত্রলীগের ৬৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে নানা কর্মসুচি পালিত হয়েছে।
সকালে সরকারি কলেজ মোড়স্থ মুজিব চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অপর্ণের মধ্যদিয়ে কর্মসুচি শুরু হয়। পরে একটি র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে শহীদ সাটু হল চত্বরে চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি সাকিউল ইসলাম সাকিলের সভাপতিত্বে অনুষ্ঠিত আনোলচনা সভায় বক্তব্য রাখেন, ছাত্রলীগের সাবেক নেতা সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রুহুল আমীন, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. মিজানুর রহমান, সাবেক সভাপতি গোলাম শাহনেওয়াজ অপু, সাবেক সাধারণ সম্পাদক শহীদুল হুদা অলক, সাবেক সভাপতি ফাইজার রহমান কনক, সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান আরমান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফুর রেজা ইমন, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মারুফ আহমেদ শাওন। এ সময় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ- সভাপতি আজিজুর রহমান খান পাভেল, শহর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রুহুল আমীন রাসেল, ছাত্র নেতা ফয়সাল আহমেদ তমাল, ভোলাহাট থানা ছাত্রলীগের সভাপতি তোফায়েল আহমেদ।
বক্তরা, ছাত্রলীগের প্রতিষ্ঠার প্রেক্ষাপট ও ভাষা ও স্বাধীনতা আন্দোলনের সংগ্রামী ইতিহাসের বিভিন্ন দিক তুলে ধরেন। তারা, সাম্প্রদায়িকতা ও জঙ্গি তৎপরতার বিরুদ্ধে ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মীকে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জিবিত হয়ে সম্মিলিত ভুমিকার রাখার আহবান জানান। পরে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়।
অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নবনিবাচিত কাউন্সিলর নুরুল ইসলাম মিনহাজ, জিয়াউর রহমান আরমান, মতিউর রহমান মটন মিয়া ও ডা. ইব্রাহিম আলীকে ছাত্রলীগের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। কর্মসুচিতে ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ অংশ নেন।

গোমস্তাপুর 

এদিকে আমাদের গোমস্তাপুর প্রতিবেদক জানান, ছাত্রলীগের ৬৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে গোমস্তাপুরে বিভিন্ন কর্মসূচী পালন করেছে রহনপুর পৌর ছাত্রলীগ ও রহনপুর ইউসুফ আলী কলেজ ছাত্রলীগ।
সোমবার সকালে গোমস্তাপুর উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রহনপুর পৌর ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস, গোমস্তাপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি শাহজাহান আনসারী, রহনপুর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বিশ্বাস, উপজেলা যুবলীগের আহ্বায়ক রাশেদুল ইসলাম, সাবেক ছাত্রনেতা মুনসুর আলী, রহনপুর ইউসুফ আলী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুক্তাদির বিশ্বাসসহ অন্যরা।
আলোচনা সভা শেষে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কেটা হয়।




চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৪-০১-১৬

,