৩ দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জ ৩ দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়েছে ।
রবিবার বিকালে জেলা প্রশাসনের উদ্যোগে শহরের গ্রীণ ভিউ উচ্চ বিদ্যালয়ে উদ্ভাবনী মেলার বেলুন ও শান্তির পায়রা উড়িয়ে উদ্বোধন করেন সংসদ সদস্য আব্দুল ওদুদ। এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণ্যাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে গ্রীণ ভিউ উচ্চ বিদ্যালয়ে চত্বরে আলোচনা সভায় মিলিত হয়।
চাঁপাইনবাবগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তৌফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর কবীর, অতিরিক্ত পুলিশ সুপার আল মামুন, চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান প্রফেসর ড. মাযহারুল ইসলাম তরু, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোখলেশুর রহমান আকন্দ। এসময় উপস্থিত ছিলেন বালুগ্রাম আর্দশ কলেজের অধ্যক্ষ সাইদুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা শাকিলা দিল হাছিন, এনডিসি রামকৃষ্ণ বর্মন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার দিলরুবা বেগম, শহীদ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন জাহাঙ্গীর কলেজের অধ্যক্ষ এজাবুল হক বুলিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। মেলায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ৪৫টি স্থল রয়েছে।  আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৪-০১-১৬