শিবগঞ্জে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়ন আওয়ামীলীগের পক্ষ থেকে ও উপজেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সাবেক সম্পাদক আনোয়ার হাসান আনু মিঞার প্রধান পৃষ্ঠপোষকতায় চককীর্তি ইউনিয়নের হতদরিদ্র ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে হরিপুর চাতরা নতুন বাজারে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চককীর্তি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তৌফিকুল ইসলাম তারিক মিঞা। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সাবেক সম্পাদক আনোয়ার হাসান আনু মিঞা, চককীর্তি ইউনিয়ন শাখা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ইউসুফ আলী ও অত্র ইউনিয়ন শাখার আওয়ামীলীগের নেতাকর্মীরা। অনুষ্ঠানে সহস্রাধিক হতদরিদ্র ও শীতার্তদের মাঝে শীবস্ত্র কম্বল ও চাদর বিতরণ করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ২৬-০১-১৬

,