সরকারি কলেজের প্রশাসনিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের প্রশাসনিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
শনিবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সংসদ সদস্য আব্দুল ওদুদ। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্বাবধানে ‘পোষ্ট গ্রাজুয়েট কলেজ সমূহের উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে কলেজ চত্বরে এক আলোচনা সভার আয়োজন করা হয়। কলেজের অধ্যক্ষ প্রফেসর সুলতানা রাজিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা ইব্রাহীম, বিশিষ্ট সমাজ সেবক সফিকুল আলম ভোতা, মোহিত কুমার দাঁ, অব. সিনিয়র সহকারী সচিব মাহতাব উদ্দিন, কলেজের বাংলা বিভাগের প্রধান প্রফেসর ড. মাযহারুল ইসলাম তরু, শিক্ষক (অবঃ) শাহআলম, এ্যাড. মিজানুর রহমান, সেলিনা বেগম, কৃষ্ণগোবিন্দুর কলেজের অধ্যক্ষ সাইদুর রহমানসহ অন্যরা। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
৫ তলা ভিত বিশিষ্ট দ্বিতল ভবনের নির্মান কাজে ব্যয় হবে ১ কোটি ৪৯ লক্ষ ৭২ হাজার ৯’শ ৭৮ টাকা। আগামী এক বছরের মধ্যে এই প্রশাসনিক ভবনের নির্মান করা শেষ হবে।
উল্লেখ্য, সদর আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদের ঐকান্তিক প্রচেষ্টায় বর্তমান আওয়ামীলীগ সরকারের মেয়াদে কলেজের শহীদ মনিমূল হক ভবনসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৩-০১-১৬