ভোলাহাটে র‌্যাবের অভিযানে পিস্তলসহ ১ জন আটক

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার আলীর মোড় খড়গপুরের একটি আমবাগানে অভিযান চালিয়ে  ১টি আমেরিকান পিস্তল, ২ ম্যাগজিন ও ৬ রাউন্ড গুলিসহ ১জনকে আটক করেছে র‌্যাব। আটককৃত ব্যাক্তি হচ্ছে উপজেলার খড়গপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে হামিদুর রহমান (২৪)।
র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে ভোলাহাট উপজেলার আলীর মোড় খড়গপুরের একটি আমবাগানে অভিযান চালিয়ে অস্ত্রসহ হামিদুরকে আটক করা হয়। র‌্যাব আরো জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, হামিদুর দীর্ঘদিন যাবৎ চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহীসহ দেশের বিভিন্ন এলাকায় অবৈধ অস্ত্র, গোলাবারুদ এবং বিষ্ফোরক এর সরবরাহকারী হিসেবে কাজ করছে। আসামীর স্বীকারোক্তিতে আরও জানা যায়, ভোলাহাটের হাজিটোলার জমশেদের ছেলে বাইরুলের (৩০) তত্ত্বাবধানে এই চক্রটি কাজ করে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থাগ্রহন প্রক্রিয়াধীন রয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, ভোলাহাট/ ১৪-০১-১৬

,