নাচোলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আইসিটি সামগ্রী বিতরণ

চাঁপাইনবাবঞ্জের নাচোলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আইসিটি সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের আলিশাহপুর গ্রাম উন্নয়ন সংগঠনকে এটুআই প্রকল্প হতে কৃষি উন্নয়নের জন্য প্রায় সাড়ে ৭ লক্ষ টাকা মূল্যের ২১টি আইসিটি সামগ্রী বিতরণ করা হয়েছে। সামগ্রীর মধ্যে ছিলো ল্যাপটপ, ক্যারিকাস, ইন্টারনেট সিকিউরিটি, পেন ড্রাইভ,সাউন্ড সিস্টেম,এ্যামলিফায়ার, মাইক্রোফোন, ক্যাবল,প্রজেক্টর, এজেক্টরস্কীন, প্রজেক্টর টলি, কালার প্রিন্টার, মোবাইল সীম, স্ক্যানার, জেনারেটর, স্মাট ফোন, মডেম, স্পাইরাল মেশিন, লেমেনেটিং মেশিন প্রদান করা হয়।  আলিশাহপুর গ্রাম উন্নয়ন সমিতির সভাপতি সৈবুর রহমান এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সাজদার রহমান, ডিটিও শামসু তাবিজ, নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ রাশেদ ওয়াসিফ, উপজেলা ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান,ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাদির আহম্মেদ ভুলু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার সত্যেন কুমার।আলোচনা শেষে আলিশাহপুর গ্রাম উন্নয়ন সমিতির সভাপতির হাতে আইসিটি সামগ্রী তুলে দেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, নাচোল/ ০৬-০১-১৬




,