মাদক বিরোধী অভিযান ও প্রচারনা মাস উপলক্ষে আলোচনা সভা

চাঁপাইনবাবগঞ্জে মাদক বিরোধী অভিযান ও প্রচারণার মাস জানুয়ারী উপলক্ষে আলোচনা সভা ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে জলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মাকসুদা বেগম সিদ্দিকার সভাপতিত্বে  আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নবাগত জেলা প্রশাসক জাহিদুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন ৯ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল আহমেদ জুনাইদ আলম খান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা শাকিলা দিল হাছিন, জেলা প্রেসক্লাবের সভাপতি এমরান ফারুক মাসুম, সাধারণ সম্পাদক জোনাব আলী, ডিবি ওসি হামিদুর রশিদ,  জেলা তথ্য অফিসার ওয়াহেদুজ্জামান, মোহিত কুমার দাঁ, শাহনেয়ামতুল্লাহ কলেজের শিক্ষক নওসাবাহ নওরিন নেহা, পৌর কাউন্সিরলরাসহ অন্যরা।
সমাপনী অনুষ্ঠানে মাসব্যাপী নেয়া বিভিন্ন মাদকবিরোধী কর্মকান্ডের বিবরণ তুলে ধরেন চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক আলমগীর হোসেন।
উল্লেখ্য, ২০১৫ সালে অধিদপ্তরের উদ্যোগে ৪৮১টি অভিযান চালানো হয়েছে। এর মধ্যে নিয়মিত ৭১টি, মোবাইল কোর্ট ৯৪টি, মামলার সংখ্যা, ১৬৫টি, আসামী মোট ১৭০ জন। সচেতনতা সভা হয়েছে ১৩৬টি। উদ্ধার হওয়া আলামত, হয়েছে ৪১.৫ গ্রাম হেরোইন, ৮০ বোতল ফেন্সিডিল, ১২৫পিস ইয়াবা, ২৫ কেজি ৭৯৯ গ্রাম গাঁজা, ৫৯৬ এ্যামপুল নেশাজাতীয় ইনজেকশন, বিলেতি মদ ২০ বোতল, চোলাইমদ ৩৩১ লিটার, ওয়াশ ৬৮০ লিটার, তাড়ি ৩৩২ লিটার ও স্পিরিট ২১৫ লিটার।  জানুয়ারী ২০১৬ মাদক বিরোধী অভিযান ও প্রচারণা উপলক্ষে জেলা শহরসহ ৫ উপজেলায় মাদক বিরোধী র‌্যালী, মানববন্ধন, আলোচনা সভা, গণস্বাক্ষর সংগ্রহ, স্বল্পদৈর্ঘ চলচ্চিত্র প্রদর্শন, দেয়াল লিখন, পোষ্টারিং ও লিফলেট বিতরণ, স্টিকার সাঁটানোসহ বিভিন্ন মাক বিরোধী কার্যক্রম পরিচলনা করা হয়েছে। জেলায় মাদক নিয়ন্ত্রণে অভিভাবক, সমাজের গ্যণামান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, ইমামসহ সকলের সহযোগিতা কামনা করেন বক্তারা।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ৩১-০১-১৬