গোমস্তাপুরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও পুরস্কার বিতরণ

গোমস্তাপুর উপজেলার রহনপুর রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও হোগলা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে রহনপুর রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে সায়েরা বেগমের সভাপতিত্ব  বক্তব্য রাখেন, রহনপুর পৌর সভার মেয়র গোলাম রাব্বানী বিশ্বাস, রহনপুর ই্উসুফ আলী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ার হোসাইন, অবসরপ্রাপ্ত পশু চিকিৎসক আব্দুল খালেক, রহনপুর রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সৈয়ব আলী , রহনপুর রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাউসার আলী, সহকারী শিক্ষক লোকমান হাকিম, ম্যানেজিং কমিটির সদস্য মামসুল করিম নুর, বিদায়ী ছাত্রী ফাতেমা তুজ জোহরা প্রমূখ। এছাড়া অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষাক তাইবুন নেসা বিদায়ী সংবর্ধণা দেয়া হয়। আলোচনা শেষে অতিথিদ্বয় কৃতিছাত্রীদের ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অন্যদিকে গোমস্তাপুর হোগলা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠাত হয়েছে। হোগলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার জাহানের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক আবুল কালাম আজাদ মিঠু,বিদ্যালয়ের পিটিএ  সভাপতি আব্দুল লতিফ,  মৃনাল কান্তি দাস, সহকারী শিক্ষক আব্দুল করিম, বিদায়ী  ছাত্রী বিপাশা ঘোষ প্রমূখ।
 পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, গোমস্তাপুর/ ২৭-০১-১৬

,