নাচোল ও ভোলাহাটে জাগরনী চক্র ফাউন্ডেশনের উদ্দ্যোগে ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদাণ

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জাগরনী চক্র ফাউন্ডেশন ৩১জন শিক্ষার্থীর মাঝে বোর্ড ফি ও শিক্ষাবৃত্তি প্রদান করেছে।
বুধবার সকালে জাগরনী চক্র ফাউন্ডেশন  নাচোল শাখার উদ্যোগে এ শিক্ষাবৃত্তি প্রদান করেন। জাগরনী চক্র ফাউন্ডেশনের শাখা ব্যবস্থাপক মিজানুর রহমানের সভাপতিত্বে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ রাশেদ ওয়াসিফ,বিশেষ অতিথি ছিলেন, জাগরণী চক্র ফাউন্ডেশনের এরিয়া ম্যানেজার ইউনুচ আলী ফকির,সহকারী ম্যানেজার মোস্তাফিজুর রহমান,পাঠশালা একাডেমীর অধ্যক্ষ শাহাদাৎ হোসেন,নাচোল প্রেসক্লাবের সভাপতি অলিউল হক ডলার,সাবেক পৌর কাউন্সিলর মতিউর রহমান। শিক্ষাবৃত্তি হিসেবে ৫ জন শিক্ষার্থীকে ৫হাজার টাকা এবং ২৫ জন শিক্ষার্থীকে বোর্ড ফির টাকা  দেওয়া হয়েছে। এর মধ্যে  বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীকে ১ হাজার ৪শ’ ১৫ টাকা ও মানবিক বিভাগের শক্ষিার্থীকে ১হাজার ৩শ’৩৫ টাকা করে দেওয়া হয়েছে।
ভোলাহাট
এ দিকে আমাদের ভোলাহাট প্রতিবেদক জানান,  চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে জাগরনী চক্র ফাউন্ডেশন বড়গাছী শাখার উদ্দ্যোগে এসএসসি  ২০১৫ সালের ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদাণ করা হয়েছে।
বুধবার সকাল ১০টায় জামবাড়ীয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে  জাগরনী চক্র ফাউন্ডেশনের চাঁপাইনবাবগঞ্জ জেলা এরিয়া ম্যানেজার ইউনুচ আলী ফকিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জামবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জগলুল হক, আলালপুর দাখিল মাদ্রাসা অধ্যক্ষ বজলুর রহমান, জাগরনী চক্র ফাউন্ডেশনের কানসাট শাখার ম্যানেজার ইয়াসির আরাফাত। এ সময় জাগরনী চক্র ফাউন্ডেশন বড়গাছী শাখার ম্যানেজার সিরাজুল ইসলামের পরিচালনায় বোর্ড ফি প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের অবিভাবকদের মধ্যে টিকোরী দাখিল মাদ্রাসার প্রভাষক শফিকুল ইসলাম ও ছাত্রীদের মধ্যে মরিয়ম খাতুন বক্তব্য রাখেন।
জাগরনী চক্র ফাউন্ডেশন বড়গাছী শাখার উদ্দ্যোগে এসএসসি ছাত্র-ছাত্রীদের (বিজ্ঞান বিভাগ) ১ হাজার ৪১৫ টাকা ও (কলা বিভাগ) ১ হাজার ৩৩৫ টাকা করে  ২২জন ছাত্র-ছাত্রীদের মাঝে  শিক্ষা বৃত্তি প্রদাণ করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, ভোলাহাট/ ২০-০১-১৬

,