মার্স্টাসে ভর্তি নিশ্চিত করার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
২০০৯-১০ শিক্ষা বর্ষের সম্মান শ্রেণীর সকল শিক্ষার্থীদের মার্স্টাসে ভর্তি নিশ্চিত করার দাবিতে সোমবার চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা।
সকালে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের সামনে প্রায় ঘন্টাব্যাপি অনুষ্ঠিত মানববন্ধন কর্মসুচিতে সরকারি কলেজের সম্মান শ্রেণীর শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। এ সময় অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, শিক্ষার্থী মাসুম আলী, আব্দুল খালেক, শারমিন খাতুন। সমাবেশে বক্তারা বলেন, আগে সম্মান পরীক্ষা শেষে নম্বরের ভিত্তিতে মার্স্টাসে ভর্তি নেয়া হতো। চলতি বছর তা পরিবর্তন করে গ্রেডিং পদ্ধতিতে উর্ত্তিণদের ভর্তির সুযোগ সৃষ্টি করা হয়েছে। এতে করে এক বিষয়ে অকৃতকার্যরা ভর্তি সুযোগ থেকে বঞ্ছিত হচ্ছে। বক্তারা নতুন এই পদ্ধতি পরিবর্তন ও জাতীয় বিশ্ব বিদ্যালয়ের সেশনজট কমানোর দাবি জানান।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১১-০১-১৬
সকালে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের সামনে প্রায় ঘন্টাব্যাপি অনুষ্ঠিত মানববন্ধন কর্মসুচিতে সরকারি কলেজের সম্মান শ্রেণীর শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। এ সময় অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, শিক্ষার্থী মাসুম আলী, আব্দুল খালেক, শারমিন খাতুন। সমাবেশে বক্তারা বলেন, আগে সম্মান পরীক্ষা শেষে নম্বরের ভিত্তিতে মার্স্টাসে ভর্তি নেয়া হতো। চলতি বছর তা পরিবর্তন করে গ্রেডিং পদ্ধতিতে উর্ত্তিণদের ভর্তির সুযোগ সৃষ্টি করা হয়েছে। এতে করে এক বিষয়ে অকৃতকার্যরা ভর্তি সুযোগ থেকে বঞ্ছিত হচ্ছে। বক্তারা নতুন এই পদ্ধতি পরিবর্তন ও জাতীয় বিশ্ব বিদ্যালয়ের সেশনজট কমানোর দাবি জানান।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১১-০১-১৬